প্রধান শিক্ষক মহোদয়ের বাণী
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ও প্রযুক্তির যথার্থ ব্যবহারের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য। জাতির আকাঙ্ক্ষা পূরণে ও সুশিক্ষিত মানুষ গড়তে সূচনালগ্ন থেকেই মুসলিম মডার্ন একাডেমি তার কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা মনে করি যুগের প্রয়োজন মেটাতে শিক্ষা প্রতিষ্ঠান কেবল জ্ঞান ও বিদ্যা দান করেই তার দায় এড়াতে পারে না। নৈতিক মূল্যবোধের অবক্ষয়, ভোগবাদী মানসিকতার অস্থিরতা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সামাজিক এ সংকটকালে শিক্ষা প্রতিষ্ঠানেরই গুরু দায়িত্ব গ্রহণ করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী ও পিতা মাতার সম্মিলিত প্রচেষ্ঠায় শিক্ষার্থীর মন-মনণ ও হৃদয়ের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে। মুসলিম মডার্ন একাডেমি এ প্রচেষ্টাকে সময়োপযোগী ও বেগবান করতে কাজটি করে যাচ্ছে। যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের গুনগত শিক্ষা নিশ্চিত করে সরকারের টেকসই উন্নয়ন (এস ডি জি) বাস্তবায়ন প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবক ও বিদ্যালয়ের গুণগ্রাহীগণ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমাদের অগ্রযাত্রার অংশীদার হবে এ আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
শফিকুল আলম
প্রধান শিক্ষক
মুসলিম মডার্ন একাডেমি